চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় শিশুর মৃত্যু, সড়ক অবরোধ

চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়ায় পূর্বাশা পরিবহনের একটি বাসের ধাক্কায় জুবাইর হোসেন (৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে। দুপুর ১টায় পুলিশের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
নিহত জুবাইর সুবদিয়া গ্রামের বনফুল মণ্ডলের ছেলে। সে ডিঙ্গেদহ বিলাল হোসাইন কিন্ডারগার্টেনের শিশু শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী বাবু মিয়া জানান, শিশু জুবাইর তার মা শারমিন বেগমের সঙ্গে রাস্তা পার হয়ে দোকানে যাচ্ছিল। ওই সময় চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি কোচের ধাক্কায় জুবাইর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। কিন্তু কুষ্টিয়ায় পৌঁছে বেলা ২টার দিকে শিশুটি মারা যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।