ঠাকুরগাঁওয়ে মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ইয়াসমীন হোসেন।
উদ্বোধন শেষে জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক দ্রৌপদী দেবী আগরওয়ালা এতে সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শিখা চক্রবর্তী প্রমুখ।