চট্টগ্রাম মেডিকেল কলেজের ৬০ বছর পূর্তি উৎসব চলছে

‘শেকড়ের টানে প্রিয় প্রাঙ্গণে’ স্লোগান সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজের (সিএমসি) ৬০ দশক পূর্তি উদযাপন অনুষ্ঠান।
আজ মঙ্গলবার সকালে নগরীর পাঁচলাইশ এলাকার কলেজ মাঠে ৬০ কেজি ওজনের কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় কলেজ অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সভাপতি ডা. মুজিবুল হক, সাধারণ সম্পাদক ডা. মো. শরীফ, চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিনসহ কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
১৯৫৭ সালের ২০ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী চট্টগ্রাম মেডিকেল কলেজের উদ্বোধন করেন। এক বছর মেয়াদি ইন্টার্নশিপসহ পাঁচ বছর মেয়াদি এমবিবিএস শিক্ষাক্রম চালু রয়েছে এই প্রতিষ্ঠানে।