সাকিব-তামিমের আইসিডিডিআরবি দর্শন

বাংলাদেশে উদরাময় রোগ গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) পরিদর্শন করেছেন বিশ্বসের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল। আজ সোমবার রাজধনীর মহাখালীতে অবস্থিত প্রতিষ্ঠানটির হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এই দুই ক্রিকেটার।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের পরিচালক নাইমুর রহমান দুর্জয় এমপি ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি। তাঁরা জাতীয় দলের ক্রিকেটারদের সই সংবলিত একটি ব্যাট তুলে দেন প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের কাছে। আইসিডিডিআরবির পক্ষে ক্রিকেট ব্যাটটি গ্রহণ করেন নির্বাহী পরিচালক জন ডি ক্লিমেন্স।
প্রধান অতিথি দুর্জয় তাঁর বক্তব্যে বলেন, ‘জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও একজন সংসদ সদস্য হিসেবে আমাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে, তারই অংশ হিসেবে এখানে আসা। আমি আশা করছি, ভবিষ্যতেও এই প্রতিষ্ঠানটির সঙ্গে থাকতে পারব।’
আইসিডিডিআরবি পরিদর্শনকালে সাকিব বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজের মাঝখানে এখানে আসতে পেরেছি বলে খুবই ভালো লাগছে। অসুস্থ মানুষগুলোর পাশে কিছুটা সময় কাটাতে পারাটা আমাদের জন্য আরো ভালো লাগার।’
আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক বলেন, ‘জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা আমাদের মাঝে এসেছে, এটি আমাদের জন্য খুবই আনন্দের। আশা করছি, ভাবিষ্যতেও তাঁরা এমনি করে আমাদের পাশে থাকবেন।’