চট্টগ্রামে মাদকসহ আটক ৪ : র্যাব

চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর চানগাঁও এবং মীরসরাই থেকে চারজনকে আটক করা হয়। চানগাঁওয়ে আটক দুজন হলেন- আলম ও দিদার। তাঁদের কাছ থেকে প্রায় কোটি টাকা মূল্যের দুই কেজি আফিম জব্দের কথা জানিয়েছে র্যাব।
এ ছাড়া মীরসরাইয়ে আটক দুজনের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, ইয়াবা ও দেশি মদ জব্দের কথা জানানো হয়েছে। তাঁদের পরিচয় জানা যায়নি।
র্যাব-৭ জানায়, মাদকের ভয়াল থাবায় নানা অপরাধে জড়িয়ে পড়ছে দেশের যুব সমাজ। এ প্রবণতা রোধ করতে দেশব্যাপী মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে র্যাব।
চলতি বছরের শুরু থেকে র্যাব ৭-এর অভিযানের উদ্ধার করা হয় ৫৫ লাখ ১৩ হাজার ৮৩৭টি ইয়াবা, এক কেজি হেরোইন, দুই কেজি আফিম, ১৭ হাজার ৫৭৩ বোতল ফেনসিডিল, দেড় হাজার বোতল-ক্যান বিদেশি মদ ও ৬৫ কেজি গাঁজা।