চট্টগ্রামে সনাকের মতবিনিময়
নিজ অবস্থান থেকে অন্যায়ের প্রতিবাদ করার আহ্বান

চট্টগ্রামে আজ রোববার এক মতবিনিময় সভার আয়োজন করে সচেতন নাগরিক কমিটি।
দুর্নীতিকে চ্যালেঞ্জ করতে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়েছে সচেতন নাগরিক কমিটি (সনাক)।
আজ রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এ সভার আয়োজন করে সচেতন নাগরিক কমিটি।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শিরিন আখতার, ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, সাংবাদিক এজাজ ইউসুফীসহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য জনগণের মধ্যে চাহিদা সৃষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে প্রতিবাদ করার আহ্বান জানান তাঁরা।