চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের সংঘর্ষ, আহত চার

কথা কাটাকাটির জের ধরে চট্টগ্রাম সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনের চার কর্মী আহত হয়েছেন।
আজ রোববার দুপুরে চকবাজারের কলেজ ক্যাম্পাসে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের পর ছাত্রলীগের তিনটি পক্ষ আলাদাভাবে ক্যাম্পাসে নানা কর্মসূচি পালন করে। এ সময় আবারো উত্তেজনা শুরু হলে পুলিশ ও শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা জানান, দুপুরে ইংরেজি বিভাগের শ্রেণিকক্ষে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই কর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়। এই দুই কর্মী ছাত্রলীগের দুই পক্ষের সমর্থক হওয়ার কথা কাটাকাটি একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়। এ সময় ছাত্রলীগকর্মী আবদুল্লাহ আল মারুফ, কায়সার উদ্দিন, দুর্জয় ও মনির উদ্দিন আহত হন।
দলীয় সূত্র জানায়, প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সমর্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘর্ষে লিপ্ত হয়।