চান্দিনায় ফেনসিডিলসহ যুবক আটক

কুমিল্লার চান্দিনা উপজেলায় আজ মঙ্গলবার ফেনসিডিলসহ মাসুদ নামের এক যুবককে আটক করে পুলিশ। ছবি : এনটিভি
কুমিল্লার চান্দিনা উপজেলায় ফেনসিডিলসহ মাসুদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। মাসুদের বাড়ি কুমিল্লার শহরে।
চান্দিনা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনিরুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে চান্দিনার নূরীতলা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় মাসুদকে আটক করা হয়। তাঁর শরীরে বাঁধা অবস্থায় ১৫টি ফেনসিডিল বোতল জব্দ করে পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়।