চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

চুয়াডাঙ্গার দর্শনায় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিবি- বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের পর এ বিষয়ে যৌথ সংবাদ সম্মেলন করা হয়।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মো. মাহবুবুর রহমান ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের পক্ষে কৃষ্ণনগর সেক্টর ডিআইজি ভানওয়ার লাল মিনা।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানানো হয়, সীমান্তের বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। কুষ্টিয়া ও কৃষ্ণনগর সীমান্তের ১৮০ কিলেমিটার এলাকায় বর্ডার ক্রস করে কেউ ভারতে প্রবেশ করলে বিএসএফ যাতে গুলি না চালায় সেদিকে জোর দেওয়া হয়েছে। সীমান্ত পার হয়ে কোনোভাবেই যেন ইয়াবা, মদ, ফেনসিডিল, ভায়াগ্রা, অবৈধ অস্ত্র বাংলাদেশে প্রবেশ না করে এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে দুই দেশের কর্মকর্তারা একমত পোষণ করেছেন। এ ছাড়া, দুই দেশের মধ্যে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি করার বিষয়েও একমত পোষণ করা হয়েছে।
কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের বৈঠকের ফলে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা সম্ভব। আর তা হলেই সীমান্তের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো অনেকাংশে কমে যাবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত পরিচালক এ এন এম নজরুল ইসলাম, ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আামির মজিদ, ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলামসহ ১৫ সদস্যের বাংলাদেশের প্রতিনিধিদল।
অপরদিকে বিএসএফের পক্ষে ৯ ব্যাটালিয়ন কমান্ডার এসবি মুখার্জি, ৮১ ব্যাটালিয়নের কমান্ডার বিএস পাংগেটি এবং ১১৩ ব্যাটালিয়ন কমান্ডার মাহেন্দ্র কুমারসহ ১৫ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।
এর আগে বেলা ১১টায় বিএসএফের ১৫ সদস্যের প্রতিনিধিদল ভারতের গেদে দিয়ে দর্শনা সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করে।