চট্টগ্রামে জঙ্গি সন্দেহে দুজন আটক

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন আইস ফ্যাক্টরি রোডে অবস্থিত বাস্তুহারা কলোনিতে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় জঙ্গি সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
আটক দুজনের পরিচয় জানা যায়নি।
র্যাবের ভাষ্য, ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, দুটি ম্যাগাজিন, কয়েকটি কিরিচ, ১৬টি স্প্রেসহ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
চট্টগ্রাম র্যাব-৭-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মিসবাহ উদ্দিন আহমেদ জানান, জঙ্গি সংগঠনের সদস্যরা ওই অস্ত্র ব্যবহারের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। অভিযানের সময় এসব অস্ত্র ফেলে জঙ্গি সংগঠনের সদস্যরা পালিয়ে গেছে বলে তিনি ধারণা করছেন।
মিসবাহ জানান, ওই বস্তি এলাকায় তিন থেকে চার হাজার লোক বাস করে। সেখানে জঙ্গিরাও বাস করতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এসব এলাকায় নজরদারি বাড়ানো হবে।