প্রাইম মুভার ধর্মঘটে স্থবির কন্টেইনার পরিবহন

কন্টেইনার ও লৌহজাত পণ্য পরিবহনকারী যান প্রাইম মুভারের মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে।
মহাসড়কে অধিক হারে টোল আদায়সহ পথে পথে চাঁদাবাজির প্রতিবাদে ডাকা এই ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার পরিবহন। সংকট সৃষ্টি হয়েছে তৈরি পোশাক শিল্প ও কন্টেইনার নির্ভর আমদানি-রপ্তানি বাণিজ্যেও।
ধর্মঘটের কারণে আজ মঙ্গলবার সব ধরনের প্রাইম মুভার চলাচল বন্ধ রয়েছে।
চট্টগ্রাম বন্দর ও ঢাকার ইনল্যান্ড কন্টেইনাই ডিপোর (আইসিডি) কন্টেইনারসহ ভারী পণ্য পরিবাহী প্রাইম মুভারের সংখ্যা প্রায় এক হাজার। এর মধ্যে চট্টগ্রাম বন্দরে প্রতিদিন গড়ে পাঁচশ মুভার সব মিলিয়ে প্রায় এক হাজার ১০০ কন্টেইনার বহন করে।
প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির অভিযোগ করে বলেন, এসব কন্টেইনার পরিবহনকালে ওজন বেশির অজুহাতে মহাসড়কের বিভিন্ন স্থানে চাঁদাবাজিসহ পুলিশি হয়রানির শিকার হতে হয়। এ সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তাঁদের ধর্মঘট চলবে।
এ নিয়ে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর প্রথম সহসভাপতি মাইনুদ্দিন আহমেদ মিন্টু বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যানবাহনে ৩০ টনের বেশি পণ্য পরিবহন করা যাবে না। সে অনুযায়ী তাঁদের পণ্য ওজন সীমার নিচেই থাকে বলে দাবি করেন তিনি। অন্য খাতের ভারী পণ্য পরিবহন জটিলতায় রপ্তানিমুখী বৃহৎ এই শিল্পটি জিম্মি হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে লৌহজাত পণ্য পরিবহন বন্ধ থাকায় প্রায় সব কারখানায় সংকট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন রি-রোলিং শিল্প মালিক আলমাস শিমুল।
এদিকে কন্টেইনার পরিবহন না করার কারণে চট্টগ্রাম বন্দরে বাড়ছে কন্টেইনার জট। সমস্যার দ্রুত সমাধান না হলে পরিস্থিতির অবনতি ঘটবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।