গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২

গাজীপুরের দুটি পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছে। আজ বুধবার লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।
টঙ্গী জংশন পুলিশফাঁড়ির উপপরিদর্শক মো. আলাউদ্দিন জানান, ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুর মহানগরের সামান্তপুর এলাকায় আজ ট্রেনের নিচে কাটা পড়ে আল আমিন (২৫) নামের এক তরুণ নিহত হন। আল আমিন গাজীপুর শহরের পূর্ব চান্দনা এলাকার হারুন অর রশিদের ছেলে।
জয়দেবপুর জংশন পুলিশফাঁড়ির সহকারী উপপরিদর্শক দাদন মিয়া জানান, ঢাকা-রাজশাহী রেলপথের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকা থেকে আজ সকালে ট্রেনে কাটা পড়া অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতে কোনো ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন।