নির্বাচনে সাংবাদিক নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি

ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সাংবাদিকদের ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়া এবং বিভিন্ন কেন্দ্রে সাংবাদিকদের নির্যাতনের ঘটনা তদন্তের জন্য দুটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার ইসির উপসচিব মো. শামসুল আলম স্বাক্ষরিত এক আদেশে এ কথা বলা হয়েছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির জন্য ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে (সার্বিক) আহ্বায়ক, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনারকে (ক্রাইম অ্যান্ড অপস) সদস্য এবং ইসির উপসচিবকে (নির্বাচন সহায়তা ও সরবরাহ) সদস্য সচিব করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে (সার্বিক) আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর উপকমিশনারকে (সদর দপ্তর) সদস্য এবং ইসির উপসচিবকে (মাউস) সদস্য-সচিব করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আদেশে এই কমিটিকে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, এ ধরনের ঘটনা ঘটে থাকলে তা কতগুলো কেন্দ্রে ঘটেছিল তা চিহ্নিত করা, এ ধরনের ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, দায়ী ব্যক্তি ও কর্মকর্তাদের চিহ্নিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সুপারিশ করে ৩০ দিনের মধ্যে ইসি সচিবের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি নির্বাচনে সাংবাদিকরা ভোটকেন্দ্রে প্রবেশে বাধাগ্রস্ত এবং নির্যাতনের শিকার হন।