প্রাইম মুভার ধর্মঘটে স্থবির চট্টগ্রাম বন্দর

চট্টগ্রামে কনটেইনার ও লৌহজাত পণ্য পরিবহনকারী গাড়ি প্রাইম মুভার (কনটেইনার পরিবহনের জন্য বিশেষ যান) মালিক-শ্রমিকদের ধর্মঘট চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে। তাদের সাত দফা দাবিতে ডাকা হরতালে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের কনটেইনার পরিবহন। এতে নানান সমস্যা মুখোমুখি হচ্ছে দেশের রপ্তানিমুখি তৈরি পোশাক শিল্প ও কনটেইনার-নির্ভর আমদানি-রপ্তানি বাণিজ্য।
চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া বিভিন্ন ধরনের পণ্যবাহী কনটেইনারের ওজন ৩৩ টনের বেশি হওয়ায় দাউদকান্দি ও মেঘনা সেতুর সামনে বসানো স্কেল পার হওয়ার অনুমতি না দেওয়ায় সোমবার থেকে এ ধর্মঘটের ডাক দেয় প্রাইমমুভার ট্রেইলর মালিক শ্রমিক ঐক্য পরিষদ। পরিবহন বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দরে এরই মধ্যে জমে গেছে ধারণক্ষমতার অতিরিক্ত প্রায় পাঁচ হাজার কনটেইনার।
পাশাপাশি তৈরি পোশাকশিল্পের মালিকরা অভিযোগ করছেন, ধর্মঘটের কারণে পণ্য পরিবহন জটিলতায় জিম্মি হয়ে পড়েছে রপ্তানিমুখী বৃহৎ এই শিল্পটি। পাশাপাশি দেশের রি-রোলিং শিল্পের লৌহজাত পণ্য পরিবহন বন্ধ থাকায় প্রায় সব কারখানায় সংকট সৃষ্টি হয়েছে।
মূলত সাত দফা দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হলেও কনটেইনার পরিবহনকালে ওজন ৩৩ টনের বেশির অজুহাতে মহাসড়কের বিভিন্ন স্থানে জরিমানা ও চাঁদাবাজিসহ পুলিশি হয়রানির শিকার হন বলে অভিযোগ পরিবহন মালিক-শ্রমিকদের।
প্রাইম মুভার ট্রেইলর মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম সদস্য সচিব মো. হুমায়ুন কবির জানান, যে সমস্যার সৃষ্টি হয়েছে, তার সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
এ ছাড়া প্রাইম মুভার ধর্মঘটের চতুর্থ দিন চললেও অচলাবস্থা নিরসনে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা করা যায়নি।