চট্টগ্রামে আন্তধর্মীয় প্রার্থনা ও আনন্দোৎসব অনুষ্ঠিত

চট্টগ্রামে গতকাল শুক্রবার ছয় সন্ন্যাসিনীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ছবি : এনটিভি
মাদার তেরেসাকে স্বর্গ-সাধ্বী বা সন্ত ঘোষণা করায় চট্টগ্রামে অনুষ্ঠিত হলো আন্তধর্মীয় প্রার্থনা ও আনন্দোৎসব।
গতকাল শুক্রবার রাতে নগরীর লালখান বাজার ক্যাথলিক চার্চ হলে উৎসবের আয়োজন করে আন্তধর্মীয় সংলাপবিষয়ক কমিশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাবেক মেয়র এম মঞ্জুর আলম, মাদার তেরেসা সম্প্রদায়ের সিস্টার আগ্নেস, চট্টগ্রামের বিশপ মজেস কস্তাসহ অন্যরা।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে ছয়জন সন্ন্যাসিনী ও ১০ জন রোগীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বক্তারা মাদার তেরেসাকে স্মরণ করে মানবকল্যাণে জাতিধর্ম নির্বিশেষে সেবামূলক কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।