চট্টগ্রামের হাটহাজারীতে সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদে এস আলম গ্রুপের কর্মী ও কর্তব্যরত আনসারদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। এ সময় আনসার বাহিনীর গুলিতে আলী আকবর (২৪) নামের এক তরুণ নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে এ সংঘর্ষ চলাকালে আনসারের গুলিতে আহত হয়েছেন আরো ছয়জন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, সোমবার এস আলম গ্রুপের মালিকানাধীন জমিতে কাজ করছিলেন ওই প্রতিষ্ঠানটির কর্মীরা। এ সময় স্থানীয় সেকান্দর কলোনির কিছু লোক এসে তাঁদের কাজে বাধা দেয়। এর জের ধরে মঙ্গলবার বিকেলে হেলাল ও রমজান আলী নামের দুজনকে আনসার সদস্যরা তাঁদের ক্যাম্পে আটকে রাখেন।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সন্ধ্যায় স্থানীয় লোকজন হেলাল ও রমজানকে উদ্ধারে আনসার ক্যাম্পে যান। এ সময়ে বাকবিতণ্ডার একপর্যায়ে এস আলম গ্রুপের কর্মীদের সঙ্গে জনতার সংঘর্ষ হয়।
পরে আনসার সদস্যরা জনতাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হন সাতজন এলাকাবাসী। আহতদের স্থানীয় হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর রাত ১০টায় আলী আকবরকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ইলিয়াছ, যুবরাজ, রায়হানুল হককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে।