শুরু হলো জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার ঢাকা আঞ্চলিক পর্ব

‘জানুক সবাই, দেখাও তুমি’ স্লোগানে শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহী করে তুলতে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৫’। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং রবি আজিয়াটা ও আনোয়ার ইস্পাত লিমিটেডের আর্থিক সহযোগিতায় দেশব্যাপী অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা মহানগর আঞ্চলিক পর্বের মাধ্যমে শুরু হচ্ছে এ আয়োজন।
বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সকালে বেলুন উড়িয়ে ঢাকা মহানগরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেন আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন রফিকুল ইসলাম।
উদ্বোধনের পর শুরু হয় কুইজ প্রতিযোগিতা। কুইজ প্রতিযোগিতায় ঢাকা মহানগরের বিভিন্ন বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থী অংশ নেয়। এরপর অংশগ্রহণকারীদের নিয়ে শুরু হয় প্রোগ্রামিং কর্মশালা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগে সকাল ১০টায় শুরু হয় প্রোগ্রামিং প্রতিযোগিতা। এতে ১০০ জন শিক্ষার্থী অংশ নেয়। এ ছাড়া ঢাকা মহানগরের স্কুল ও কলেজের ৫০ জন শিক্ষক নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে শুরু হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘আজকের এই হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার মাধ্যমে নতুন এক বাংলাদেশের সূচনা হলো। একদিন বাংলাদেশের ছেলেমেয়েরাই গুগল, ফেসবুক তৈরি করতে পারবে।’
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব হারুন অর রশিদ, রবি আজিয়াটা লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (কমিউনিকেশন্স অ্যান্ড করপোরেট রেসপনসিবিলিটি) ইকরাম কবীর, আনোয়ার গ্রুপের হেড অব মার্কেটিং গালিব মোহাম্মদ, ধানসিঁড়ি কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সার, আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতার বিচারক মোহাম্মদ মাহমুদুর রহমান, দ্বিমিক কম্পিউটার স্কুলের চেয়ারম্যান তামিম শাহরিয়ার সুবিন প্রমুখ। সমাপনী অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান।
এ সময় তিনি আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে কুইজে ১২০ জনকে বিজয়ী ঘোষণা করা হয় এবং প্রোগ্রামিংয়ে ৪৭ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এরা সরাসরি জাতীয় প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
চলতি বছর সারা দেশে মোট আটটি আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অঞ্চলগুলো হচ্ছে রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা মহানগর ও ঢাকা বিভাগ (গোপালগঞ্জ)। সব অঞ্চলের বিজয়ীদের নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২৯ মে অনুষ্ঠিত হবে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় রয়েছে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড ও আনোয়ার ইস্পাত। সহযোগিতায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও ধাঁনসিড়ি কমিউনিকেশন। এ ছাড়া একাডেমিক সহযোগিতায় কোডমার্শাল ও দ্বিমিক কম্পিউটিং স্কুল।