বজ্রপাতের সময় দিনমজুরের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নে আজ শুক্রবার বজ্রপাতের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এক দিনমজুর মারা গেছেন। তাঁর নাম আতাউর রহমান (৪০)। তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য কাণ্ডিমারী গ্রামের নূর উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানায়, তিনদিন আগে আতাউর রহমানসহ দুজন দিনমজুর চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই এলাকায় রহিজউদ্দিনের বাড়িতে ধান কাটার কাজে আসেন। প্রতিদিনের মতো আজ শুক্রবার সকালেও মাঠে কাজ করছিলেন তাঁরা। এ সময় বিকট শব্দে বজ্রপাতে ঘটনাস্থলেই আতাউর রহমানের মৃত্যু হয়।
স্থানীয় চাপাইর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু জানান, মাঠে কাজ করার সময় হঠাৎ আতাউর রহমানের পাশে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে হার্ট অ্যাটাকে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর শরীরে ঝলসানো বা অন্য কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরে জানাজা শেষে তাঁর লাশ স্বজনরা দাফনের জন্য গ্রামের বাড়ি নিয়ে যায়।