পঞ্চগড়ে মাসব্যাপী কুটির শিল্পমেলা শুরু

পঞ্চগড়ে শুরু হয়েছে মাসব্যাপী হস্ত ও ক্ষুদ্র কুটির শিল্পমেলা।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসনের সহযোগিতায় পঞ্চগড় প্রেসক্লাব জেলা সরকারি মিলনায়তন চত্বরে এ মেলার আয়োজন করে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন।
এ সময় জেলা পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ গোলাম আজম, পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম, জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মজিদ, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল, সাধারণ সম্পাদক সফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলায় দেশীয় পণ্যের প্রায় ৫০টি স্টল অংশ নিচ্ছে। মেলা প্রতিদিন সকাল থেকে রাত ১১টা পর্যন্ত চলবে।