প্রধানমন্ত্রী শনিবার গাজীপুর যাচ্ছেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার সকালে গাজীপুর যাচ্ছেন। এ সময় তিনি সেখানে বিভিন্ন স্থাপনার উদ্বোধন, নামফলক উন্মোচন এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহফুজুর রহমান আজ শুক্রবার জানান, বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য কৃষিবিদ আবদুল মান্নান ও সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
কৃষি অনুষদের ডিন অধ্যাপক আবদুল করিম এনটিভি অনলাইনকে জানান, এ বিশ্ববিদ্যালয়ে চারটি ফাকাল্টি রয়েছে। এতে আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীর সংখ্যা এক হাজারের ওপরে এবং পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫০০।
এ প্রতিষ্ঠান স্থাপনের পর থেকে এখন পর্যন্ত ২৬টি বিভিন্ন ফসলের উন্নত জাত ও ২৫টির মতো প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। ১৯৮১ সালের ইনস্টিটিউট অব পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ ইন অ্যাগ্রিকালচার (ইপসা) প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে ১৯৯৬ সালে ইউনিভার্সিটি অব পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ ইন অ্যাগ্রিকালচার (উপসা) ও ১৯৯৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নামে নামকরণ করা হয়।