মেধস মুনির আশ্রমকে জাতীয় তীর্থস্থান ঘোষণার দাবি

চট্টগ্রামের বোয়ালখালীর কড়লডেঙ্গা পাহাড়ে মেধস মুনির আশ্রমকে জাতীয় তীর্থস্থান ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেব। পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত, উপদেষ্টা পরিমল চৌধুরী, সহসভাপতি চন্দন বিশ্বাস এ সময় বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রামের ১৪টি উপজেলায় এক হাজার ৪৩৯টি পূজামণ্ডপে প্রতিমা পূজা এবং ২৫০টি ঘটপূজা অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক দল আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে।
সংবাদ সম্মেলনে শারদীয় দুর্গোৎসবে চার দিনের ছুটি ঘোষণা, ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বাতিল, জাতীয় বাজেটে সংখ্যানুপাতিক অর্থ বরাদ্দ এবং সংখ্যালঘুদের জন্য পৃথক ফাউন্ডেশন গঠনের দাবি জানান বক্তারা।