সন্দ্বীপে ২৪ ‘জলদস্যু’ আটক

চট্টগ্রামের টেংগিরচর এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ২৪ জলদস্যুকে আটকের দাবি করেছে কোস্টগার্ড। ছবি : এনটিভি
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা থেকে জলদস্যু আলাউদ্দিন বাহিনীর ২৪ সদস্যকে আটকের দাবি করেছে কোস্টগার্ড।
গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত টেংগিরচর এলাকায় কোস্টগার্ডের দুটি ইউনিট অভিযান চালিয়ে ওই ২৪ জনকে আটক করে।
কোস্টগার্ডের দাবি, আটক ২৪ জনের কাছ থেকে আটটি ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
চট্টগ্রাম কোস্টগার্ডের সাব-লেফটেন্যান্ট মো. হাসেম বলেন, জলদস্যু আলাউদ্দিন বাহিনী গভীর সাগরে নানা অপরাধের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। অভিযানের সময় আলাউদ্দিনকে আটক করা না গেলে তার বাহিনীর ২৪ জন সদস্যকে দুটি নৌকাসহ আটক করা হয়।
কোস্টগার্ডের এ কর্মকর্তা আরো জানান, অভিযানে আটটি চাপাতি, কিছু কেওড়া কাঠ, আড়াই হাজার মিটার কারেন্ট জাল, একটি জেনারেটর ও দুটি শ্যালো মেশিন উদ্ধার করা হয়।