ইচ্ছাশক্তি দিয়ে মানুষের সেবা সম্ভব : সাবেক সেনা কর্মকর্তা মাসুদ

নিজের ইচ্ছাশক্তির মাধ্যমে মানুষের বেশি সেবা করা যায় বলে জানিয়েছেন সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে রোটারি ক্লাব অব ইস্টের অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন সাবেক সেনা কর্মকর্তা।
অনুষ্ঠানে রোটারি ক্লাবের জেলা গভর্নর রোটারিয়ান শহিদ আহমেদ চৌধুরী, রোটারি ক্লাব অব ইস্টের প্রেসিডেন্ট হাসিনা আকতার লিপি, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, অভিষেক কমিটির চেয়ারম্যান অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বক্তব্য রাখেন।
২০০৭ সালের ১১ জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার সময় সেনাবাহিনীর নয় পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। সেই সরকারের সময়ই লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি পান তিনি। সেই আমলে ‘গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় কমিটি’র প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি। ২০০৮ সালে রাষ্ট্রদূত হিসেবে মাসুদ উদ্দিনকে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়। পরে ফিজি ও নিউজিল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শেষে তিনি সম্প্রতি দেশে ফেরেন।
অনুষ্ঠানে সাবেক সেনা কর্মকর্তা বলেন, ‘অস্ট্রেলিয়ার লোকজন কফির প্রতি খুবই দুর্বল। প্রতিদিন একজন লোক কফির পেছনে যত অর্থ খরচ করে, তা দিয়ে আমাদের দেশে ২০০ শিশুর এক বেলার খাবার সম্ভব।’ তাঁর সহযোগিতায় অস্ট্রেলিয়ার নাগরিকদের খাবারের অর্থ দিয়ে দেশের অবহেলিত শিশুদের কল্যাণে বেশ কয়েকটি সেবামূলক কাজের দৃষ্টান্ত তুলে ধরেন তিনি।
নিজ নিজ ক্ষেত্র থেকে মানুষের কল্যাণে অনেক কাজ করা যায় উল্লেখ করে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন বলেন, মানবিক কাজ সবাই করতে পারে। শুধু ইচ্ছাশক্তিই যথেষ্ট। মানবিক কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ও বঙ্গবন্ধুর সহচর ডা. সৈয়দুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়।