জঙ্গিবাদ সৃষ্টি করে অগ্রযাত্রা রুদ্ধ করার চেষ্টা চলছে

পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, একটি গোষ্ঠী জঙ্গিবাদের সৃষ্টি করে দেশের অগ্রযাত্রা রুদ্ধ করার চেষ্টা চালাচ্ছে। জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষক সমাজসহ সবাইকে সজাগ থাকতে হবে।
আজ শনিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত মাইজভান্ডারী ভবন ও মুক্তমঞ্চ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এইচ এম জসিম উদ্দিন জিকো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফছানা বিলকিস, ডা. মাহবুবুল আলম চৌধুরী, স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ চৌধুরী, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলমগীর জামান প্রমুখ।
সমাবেশ শেষে মন্ত্রী স্কুলের প্রতিষ্ঠাতা, শুভানুধ্যায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।