চট্টগ্রামে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাটহাজারী নন্দীরহাটে দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শ্রী শ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দিরের (ধর্মঘর) উদ্যোগে এই আয়োজন করা হয়।
গতকাল বিকেলে মন্দির প্রাঙ্গণে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি ও কেন্দীয় কমিটির যুগ্ম সাধারণ সম্মাদক শ্যামল কুমার পালিত ।
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি হাটহাজারী শাখার সভাপতি নারায়ণ গোস্বামীর সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক বাসন্তীপ্রভা পালিত, এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক আহামদ, মন্দির কমিটির উপদেষ্টা সুভাষ সাহা, জেলা পূজা উদযাপন কমিটির সহসভাপতি বিজয় গোপাল বৈষ্ণব, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির সহসভাপতি লায়ন ডা. প্রণব বিশ্বাসসহ অন্যরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী ৪০০ জন নারী-পুরষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেন অতিথিরা।