চাঁপাইনবাবগঞ্জে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ফারজানা খাতুন সীমা (২২) নামে এক নারীকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁর স্বামী সুমন আলীকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফারজানা খাতুন সীমা ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ে। আটক সুমনও একই গ্রামের আমির হোসেনের ছেলে। ২০১২ সালে তাঁদের বিয়ে হয়।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, পারিবারিক কলহের জের ধরে ২০১৫ সালে বিবাহবিচ্ছেদ হয় দুজনের। বিচ্ছেদের পর থেকেই আড়াই বছরের শিশুসন্তান নিয়ে ফারজানা বাবার বাড়িতে বসবাস করছিলেন।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসআই কামরুজ্জামান দাবি করেন, ‘গতকাল শুক্রবার রাতে ধারালো অস্ত্র নিয়ে সুমন ফারজানার ঘরে ঢুকে পড়ে। তখন ঘুমন্ত ফারজানাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। এ সময় ফারজানার চিৎকারে তাঁর মা ও ভাই ছুটে আসেন। সুমন ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা করে। সুমনের ধারালো অস্ত্রের আঘাতে তাঁরা গুরুতর আহত হন।’
এরপর সুমনকে ধরে স্থানীয়রা পুলিশে দিয়েছে। সুমনের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ফারজানার মৃত্যু হয়েছে। পুলিশ ফারজানার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
এসআই আরো জানান, এ ঘটনায় ফারজানার ভাই কামরুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।