আশুগঞ্জে গৃহবধূ খুন, ননদ গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামে আজ শনিবার ভোর রাতে রুমা নামের এক গৃহবধূ খুন হয়েছেন। ঘটনার পর থেকে তাঁর স্বামী মো. নাসিম পলাতক। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ নাসিমের বোন মমতাজকে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে আশুগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন নিহত রুমার ভাই আইয়ুব আলী। রুমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর গ্রামে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর বলেন, ‘রুমার স্বামী নাসিমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। আশা করছি দ্রুত তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হব। নাসিমের বোনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’