বৃদ্ধ ‘ধর্ষককে’ গ্রেপ্তারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
কুড়িগ্রাম সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিশুকে ধর্ষণের প্রতিবাদে ও মামলার আসামি বৃদ্ধ মোক্তার আলীকে (৬০) গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আজ সোমবার দুপুরে শিশুটির বিদ্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
সমাবেশে বক্তব্য দেন অভিভাবক একরামুল হোসেন, টিপুল হোসেন, হজরত আলীসহ অন্যরা। এ ছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেয় একজন।
গত ২৯ সেপ্টেম্বর সদর উপজেলায় চতুর্থ শ্রেণিতে পড়া ওই শিশুর বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রবেশ করেন ৬০ বছরের বৃদ্ধ মোক্তার আলী। তিনি ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণ করেন।
এ ব্যাপারে পরদিন শিশুটির বাবা মামলা করলেও এখন পর্যন্ত মোক্তার আলীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এর প্রতিবাদে এলাকাবাসী, বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এলাকার একটি প্রভাবশালী মহল ও থানা কর্তৃপক্ষ ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য নির্যাতিত মেয়েটির ডাক্তারি পরীক্ষাও করেনি। এ ছাড়া ঘটনা মীমাংসার জন্য সময়ক্ষেপণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সোবহান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে কোনো ধরনের মীমাংসা বা আঁতাতের কথা অস্বীকার করেন তিনি।