বদরুলের শাস্তির দাবিতে থুতু নিক্ষেপ

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কোপানোয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ‘থুতু নিক্ষেপ’ কর্মসূচি পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশন (বামাসাক)।
কর্মসূচি চলাকালে অস্থায়ী ‘থুতুস্তম্ভ’ বানিয়ে থুতু নিক্ষেপ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বামাসাকের সভাপতি ফয়সল আহমদ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, বেসরকারি সংস্থা সচেতন নাগরিক কমিটির (সনাক) সিলেটের সভাপতি অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্কের সিলেট শাখার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ প্রমুখ।
আয়োজকরা জানিয়েছেন, বদরুলের শাস্তির দাবিতে জনসচেতনতা তৈরি করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
গত ৩ অক্টোবর ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে এমসি কলেজ ক্যাম্পাসে গিয়েছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা। বিকেলে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করেন শাবি শাখা ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। পরে অন্য শিক্ষার্থীরা বদরুলকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
ঘটনার দিন গুরুতর আহত অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন মঙ্গলবার তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন খাদিজা।