চট্টগ্রামে ‘চাঁদাবাজ’ হাতির ময়নাতদন্ত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত হাতির ময়নাতদন্ত শেষে মাটি চাপা দেওয়া হয়েছে। হাতির মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ।
রাঙ্গুনিয়ার পোমরা এলাকায় কাপ্তাই-চট্টগ্রাম সড়কের পাশে গতকাল সোমবার রাতে হাতিটি মাটি চাপা দেওয়া হয়।
বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক মো. জাহাঙ্গীর আলম জানান, গত রোববার রাতে কুয়াইশ এলাকায় তিনটি হাতি নিয়ে এক মাউথ টাকা তোলার সময় একটি হাতি এলাকায় ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। এ সময় কয়েকটি বাড়িতে ভাঙচুর করে চলে যাওয়ার সময় বৈদ্যুতিক তারে পেচিয়ে একটি হাতি মারা যায়। ঘটনার পর সোমবার বন বিভাগ হাতিটি উদ্ধার করে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মোস্তাফিজুর রহমান হাতির ময়নাতদন্ত করেন। রাতে মাটি চাপা দেন বন বিভাগের কর্মকর্তারা।
এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক মো. জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ।