চট্টগ্রামে আগুনে পুড়ল বিআরটিসির পাঁচটি বাস

চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বাসডিপোতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে একটি দ্বিতল বাস সম্পূর্ণ এবং চারটি বাস আংশিক পুড়েছে। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
বিআরটিসি বাসডিপোর ব্যবস্থাপক মো. আজহার আলী জানান, ভোরে একটি বাসে আগুন দেখে কর্তব্যরত গার্ড চিৎকার করে। তখন পাশের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা আগুন নেভাতে সাহায্যের জন্য ছুটে আসে।
পরে বায়েজিদ থানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ডিপোতে থাকা একটি দ্বিতল বাস সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় পাশে থাকা আরো চারটি দ্বিতল বাস ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান মো. আজহার আলী।
বিআরটিসি কর্মকর্তা দাবি করেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’
চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর জেলা প্রশাসন ও বিআরটিসির পক্ষ থেকে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
খবর পেয়ে ঢাকা থেকে বিআরটিসির চেয়ারম্যান মিজানুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা চট্টগ্রামে এসে ডিপো পরিদর্শন করেন।
বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক জানান, ভোরে বিআরটিসির পাঁচটি দ্বিতল বাসে আগুন লাগে। এ সময় ডিপোর পাশের একটি পোশাকশিল্প প্রতিষ্ঠানের কর্মীরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরো জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ দুর্ঘটনায় ডিপোতে রাখা পাঁচটি দ্বিতল বাসের একটি পুরোপুরি পুড়েছে। অন্যগুলোতে মাঝারি ধরনের ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনা কারো অবহেলা বা নাশকতা কি না—তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
বিআরটিসির চট্টগ্রাম ডিপোতে ৮৪টি বাস রয়েছে। এর মধ্যে ৫৩টি বাস সচল। সচল বাসের মধ্যেই আবার পাঁচটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলো।