৯০০ টন ক্লিংকার নিয়ে রূপসা নদীতে কার্গোডুবি

এনটিভির পুরোনো ছবি
খুলনার লবণচরা এলাকার রূপসা নদীতে আজ বুধবার বিকেলে ৯০০ মেট্রিক টন ক্লিংকার নিয়ে এমভি টুঙ্গিপাড়া নামের একটি কার্গো ডুবে গেছে। তবে কার্গোর নাবিকরা সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন খুলনা বিভাগীয় মালিক সমিতির মহাসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম জানান, মোংলা বন্দর থেকে কার্গোটি ক্লিংকার নিয়ে খুলনার লবণচরা এলাকার একটি সিমেন্ট কারখানার ঘাটে খালাসের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ তলা ফেটে পানি উঠতে দেখে নাবিকরা কার্গো ছেড়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।