পবিত্র আশুরায় খুলনায় শোক মিছিল
পবিত্র আশুরা উপলক্ষে আঞ্জুমান-এ-পাঞ্জাতানি ট্রাস্টের আয়োজনে হজরত ইমাম হোসাইন (রা.)-এর পবিত্র শাহাদাত স্মরণে খুলনায় আশুরার শোক মিছিল বের হয়।
আজ বুধবার দুপুরে নগরীর আলতাপোল লেনের আঞ্জুমান-এ-পাঞ্জাতানি ট্রাস্ট ইমাম বাড়ি থেকে শোক মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থনে এসে শেষ হয়। নিরাপত্তার কারণে এবার তাজিয়া ছাড়া অন্য কিছু ব্যবহারের অনুমতি দেয়নি পুলিশ।
শোক মিছিলপূর্ব আলোচনায় বক্তব্য দেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ সাজ্জাদ হোসাইন। তিনি বলেন, ইসলামকে রক্ষা করতে গিয়ে নবীর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) পরিবার-পরিজন ও সঙ্গী-সাথী নিয়ে ৬১ হিজরিতে কারবালার প্রান্তে নির্মম শাহাদাত বরণ করে যে মহান আত্মত্যাগের নির্দশন রেখে গেছেন সেই মহান আত্মত্যাগ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এবং বর্তমান বিশ্বে পবিত্র ধর্ম ইসলামকে কলঙ্কিত করার উদ্দেশ্যে যেসব জঙ্গিগোষ্ঠী ইসলামের নামে মানুষ হত্যাসহ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সেদিকে সতর্ক থাকতে হবে এবং সব মানুষের কাছে সত্য দ্বীনকে সঠিকভাবে তুলে ধরতে হবে তাহলেই ইমাম হোসাইন (রা.)-এর মহান ত্যাগ সার্থকতা লাভ করবে।
শোক মিছিলে খুলনা ও অন্যান্য এলাকা থেকে আসা শিয়া মুসলমান নারী ও পুরুষ অংশ নেয়।