অবৈধভাবে লিবিয়াগামী ৩৯ জন বিমানবন্দরে আটক

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধভাবে লিবিয়া যাওয়ার সময় ৩৯ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র্যাব)।
গতকাল বুধবার মধ্যরাতে বিমানবন্দর হয়ে দুবাই হয়ে লিবিয়া রওয়া হওয়ার আগ মুহূর্তে ৩৯ জনকে আটক করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব জানায়, চট্টগ্রাম থেকে এয়ার অ্যারাবিয়ার দুটি ফ্লাইটে সবার দুবাই যাওয়ার কথা ছিল। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুটি ট্রাভেল এজেন্ট ও ৩০ জন দালাল চিহ্নিত করেছে র্যাব।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে র্যাব জানায়, আন্তর্জাতিক একটি মানবপাচার চক্রের মাধ্যমে দেশের নানা প্রান্ত থেকে সংগ্রহ করা ৩৯ জনকে লিবিয়া নিয়ে যাওয়া হচ্ছিল। এদের মধ্যে ২০ জনের ভিসার মেয়াদ আছে একদিন। বাকি ১৯ জনের ভিসার মেয়াদ রয়েছে এক মাস। পাচারকারী চক্রটি লিবিয়ায় গমণেচ্ছুদের কাছ থেকে চার লাখ ২০ হাজার টাকা করে চুক্তি করে। তবে ৩৭ জন লিবিয়া যাওয়ার পর টাকা শোধ করার কথা জানিয়েছিলেন। বাকি দুজন দেড়-দুই লাখ টাকা পরিশোধ করেন।
এ ঘটনার জন্য সিলেটের আল মামুন ট্রাভেল ও শামীম ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্টকে শনাক্ত করা হয়েছে বলে জানায় র্যাব।