চট্টগ্রামে হাসপাতালের সামনে লাশ

চট্টগ্রামের খুলশী এলাকায় চক্ষু হাসপাতালের সামনে থেকে আজ শুক্রবার সকালে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ছবি : এনটিভি
চট্টগ্রামের খুলশী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নাসির নামের এক ব্যক্তি খুন হয়েছেন। আজ শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে। নাসিরের বাড়ি নোয়াখালী জেলায়।
সকালে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে আসেন নাসির। তখন কর্তব্যরত গেটম্যান রাতে হাসপাতালে ঢোকার নিয়ম নেই বলে নাসিরকে জানান এবং সকাল ৬টায় আসতে বলেন।
আজ সকালে সেই হাসপাতাল গেটের ৫০ গজ দূরে নাসিরের লাশ পাওয়া যায়। তাঁর উরুতে ছুরির আঘাত ছিলে। শুধু এ কারণে একজন মানুষ কীভাবে মারা গেলেন, তা রহস্যজনক বলে মনে করেন ওসি।
পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।