আটঘরিয়ায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

পাবনার আটঘরিয়া উপজেলা থেকে শিশু অপহরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া আহম্মেদ ওরফে মটর। ছবি : এনটিভি
পাবনার আটঘরিয়া উপজেলা থেকে অপহরণের চারদিন পর অপহৃত স্কুলছাত্রী রিয়া খাতুনকে (৭) উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাছিম আহম্মেদ ওরফে মটর নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুখ আহম্মেদ জানান, চারদিন আগে উপজেলার বেরুয়ান গ্রামের আবু তাহেরের প্রথম শ্রেণিতে পড়ুয়া মেয়ে রিয়াকে অপহরণ করে একই গ্রামের নাছিম আহম্মেদ ওরফে মটর। পরে অপহৃত শিশুর বাবার কাছ থেকে মুঠোফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। আটঘরিয়া থানার পুলিশ আজ সোমবার বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকা থেকে শিশুকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করে।