বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে নীলফামারীর ডিমলা উপজেলায় গতকাল বুধবার বড় ভাইয়ের লাঠির আঘাতে জিয়ারুল ইসলাম (২৪) নামের এক যুবক মারা গেছেন।
জানা যায়, ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের খুটানি হাট (লাল জুম্মারপাড়া) গ্রামের আবদুল হকের ছেলে খলিলের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে তাঁর ছোট ভাই জিয়ারুল ইসলামের বিরোধ চলে আসছিল। বুধবার সন্ধ্যার পর বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে খলিল ক্ষিপ্ত হয়ে ছোট ভাই জিয়ারুল ইসলামকে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে জিয়ারুল ইসলামের লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে বাদী হয়ে জিয়ারুল ইসলামের স্ত্রী শাহিদা বেগম বুধবার রাতে ডিমলা থানায় মামলা করেছেন বলে জানান ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন।