সরকার যুক্তিতে হেরে হামলা করছে : আনু মুহাম্মদ
সরকার যুক্তিতে পরাজিত হয়ে আন্দোলনকারীদের ওপর পুলিশ দিয়ে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ অভিযোগ করেন আনু মুহাম্মদ।
গত ১৮ অক্টোবর ভারতীয় হাইকমিশন অভিমুখী জাতীয় কমিটির মিছিলে পুলিশ বাধা দেয় এবং লাঠিচার্জ, টিয়ার গ্যাসের শেল ও জলকামান ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
ভবিষ্যতের কথা চিন্তা করে কোনোভাবেই সুন্দরবনের কাছাকাছি বাগেরহাটে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে দেওয়া হবে না বলেও সরকারকে হঁশিয়ারি দেন আনু মুহাম্মদ। এই বিদ্যুৎকেন্দ্র বাতিল বা অন্য কোথাও সরিয়ে না নিলে ভবিষ্যতে আরো কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।