কুড়িগ্রামে রবীন্দ্রসংগীত প্রশিক্ষণ কর্মশালা শুরু
কুড়িগ্রামে দুদিনব্যাপী রবীন্দ্রসংগীত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কুড়িগ্রাম আইনজীবী সমিতি ভবনে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।
আজ শুক্রবার সকালে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কর্মশালার পরিচালক বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী মিলন ভট্টাচার্য, প্রবীণ শিক্ষক নন্দিতা চক্রবর্তী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক সুব্রতা রায়।
কর্মশালায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে। আগামীকাল শনিবার বিকেলে সনদপত্র বিতরণ ও মানবতা এবং সম্প্রীতির সম্মেলনের মধ্য দিয়ে কর্মশালা শেষ হবে।