গ্যাস নেই, আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় অনির্দিষ্টকালের জন্য ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে প্রতিদিন আড়াই কোটি টাকা মূল্যের প্রায় এক হাজার ৪০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কারখানা সূত্রে জানা যায়, এর আগে চলতি অর্থবছরে ১০৪ দিন কারখানায় উৎপাদন বন্ধ ছিল ।কারখানা চালু করতে ৪৮ থেকে ৫২ এমএম সিএফ গ্যাস প্রয়োজন হয়। বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বৃদ্ধি করায় সরকার সার কারখানাগুলোয় চাহিদা মতো গ্যাস সরবরাহ করতে পারছে না। এ জন্য সার কারখানার গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ কারণে আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেড। আগামী আগস্ট মাসে প্রথম সপ্তাহে গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে কারখানা আবার চালু করে সার উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) প্রকৌশলী ওমর খৈয়াম জানান, কারখানার উৎপাদন বন্ধ থাকায় পর্যাপ্ত পরিমাণে সার মজুদ না থাকায় আগামী ইরি-বোরো মৌসুমে সার সংকটের আশঙ্কা রয়েছে। গ্যাস সরবরাহ বন্ধ করে বন্ধ বিদ্যুৎকেন্দ্রগুলো চালুর উদ্যোগ নেওয়ায় আশুগঞ্জ সার কারখানার গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে বলে বাখরাবাদ গ্যাস কোম্পানির উপমহাব্যবস্থাপক (সঞ্চালন) মো. তাইজুল ইসলাম এক চিঠিতে জানিয়েছেন।