কুড়িগ্রামে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা সমাপ্ত
দেশের কল্যাণ, সমৃদ্ধি ও বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের শান্তি কামনা করে কুড়িগ্রামে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা শেষ হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা সমাপ্ত হয়।
কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ইজতেমায় মোনাজাত পরিচালনা করেন কাকরাইল তাবলিগ জামাতের সুরা সদস্য মাওলানা ফারুক হোসেন।
বৃহস্পতিবার আসরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার মূল পর্ব। ইজতেমায় বয়ান পরিচালনা করেন তাবলিগ জামাতের কেন্দ্রীয় সুরা সদস্যরা। ইজতেমায় দেশ-বিদেশের লক্ষাধিক মুসল্লি অংশ নেয়।
কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ইজতেমার আয়োজন করে জেলা তাবলিগ জামাত।
ঢাকার টঙ্গী বিশ্ব ইজতেমায় জায়গা সংকুলান না হওয়ায় কুড়িগ্রামসহ দেশের ৩২টি জেলায় প্রতি বছর ‘মিনি বিশ্ব ইজতেমা’ অনুষ্ঠিত হয়। বাকি ৩২ জেলা নিয়ে কাকরাইলে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়।