চাঁপাইনবাবগঞ্জে ভটভটি-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার জোড়া বকুলতলা এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রুস্তম আলী (৬০)। তিনি শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের জোড়া বকুলতলায় শিবগঞ্জগামী একটি যাত্রীবাহী অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা ভটভটি ধাক্কা দেয়। দুই বাহনের মধ্যে এই সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার যাত্রী রুস্তম আলী।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্যদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বা এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও জানান ওসি।