কুড়িগ্রামে কৃমিনাশক সপ্তাহের উদ্বোধন
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ওষুধ খাওয়ানোর মধ্য দিয়ে কুড়িগ্রামে কৃমিনাশক সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার দাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. নাসরিন বেগম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার রায় ও কর্মকর্তা মো. হান্নান। অনুষ্ঠানে জেলার ৫ থেকে ১২ বছর বয়সী চার লাখ ২৬ হাজার ৮১৮ জন শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর লক্ষ্যমাত্রার কথা জানানো হয়।
অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম বলেন, ২২ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত জেলার সব প্রাথমিক বিদ্যালয়সহ বিদ্যালয়ের বাইরে ৫ থেকে ১২ বছর বয়সের সব শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে।