কুড়িগ্রামে নদীভাঙন রোধে মানববন্ধন
কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসায় ধরলা নদীর ভাঙন রোধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভাঙনকবলিত এলাকায় সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরাসহ কয়েক হাজার এলাকাবাসী অংশ নেয়।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন, মোগলবাসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান বাবলু, মোগলবাসা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই, শিক্ষক রেজাউল করিম রেজাসহ শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা জানান, কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙনে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়িসহ ফসলি জমি। মোগলবাসা ইউনিয়নে গত এক সপ্তাহের ভাঙনে তিন শতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে।
এতে মোগলবাসা বাজার, ইউনিয়ন কমপ্লেক্স, ঐতিহ্যবাহী মোগলবাসা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান হুমকির মুখে পড়েছে। ধরলা নদীতে এভাবে ভাঙন চলতে থাকলে মোগলবাসা ইউনিয়ন জেলা মানচিত্র থেকে হারিয়ে যাবে বলে আশংকা প্রকাশ করেন বক্তারা। তাঁরা ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।