গুণীজনদের সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব

গুণীজন, কৃতী সাংবাদিক ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব। আজ সোমবার প্রেসক্লাব ভবন মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষাসৈনিক ও কলামিস্ট মিঞা আবু মোহাম্মদ ফারুকী (মরণোত্তর), চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণকেন্দ্র ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন, উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলামকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। মিঞা আবু মোহাম্মদ ফারুকীর পক্ষে তাঁর ছেলে আলোকচিত্রী শোয়েব ফারুকী সংবর্ধনা স্মারক গ্রহণ করেন।
কৃতী সাংবাদিক হিসেবে সংবর্ধনা দেওয়া হয় দৈনিক নয়াবাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল্লাহ আল ছগীর (মরণোত্তর), দৈনিক পূর্বদেশের সাবেক নির্বাহী সম্পাদক ও দৈনিক পূর্বকোণের সাবেক বার্তা সম্পাদক নাসিরুদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন, দৈনিক সত্যবাণীর প্রতিষ্ঠাতা সম্পাদক এস এম আতিকুর রহমান এবং দৈনিক আজাদীর জ্যেষ্ঠ সম্পাদনা সহকারী মো. নূর সুলতান কুতুবীকে।
অনুষ্ঠানে ২০১৫-১৬ সালে এসএসসি এবং এইচএসসিতে কৃতিত্ব অর্জনকারী ৩০ শিক্ষার্থীকে সংবর্ধনা স্মারক দেওয়া হয়। শিক্ষার্থীরা প্রেসক্লাবের সদস্যদের সন্তান।
প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।
গুণীজনদের পরিচিতি উপস্থাপন করেন ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি কাজী আবুল মনসুর, সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর সবুজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ।