জাহাজভাঙা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ

জাহাজভাঙ্গা শিল্পের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শ্রমিকদের প্রয়োজনীয় সুবিধাসহ নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগের তাগিদ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে বক্তারা এ কথা বলেন।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে ৮০টি শিপইয়ার্ডে কাজ করছে কয়েক লাখ শ্রমিক। দেশের লৌহজাত পণ্যের ২৫ শতাংশ কাঁচামাল জোগানদাতা এই শিল্প। এতে নিয়োজিত শ্রমিকদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ এ কাজে নানা অধিকার থেকে এখনো বঞ্চিত তাঁরা।
বিলস আয়োজিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সাঈদ আহমেদ। এতে শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিকসহ সংশ্লিষ্টরা আলোচনায় অংশ নেন।
বক্তারা জাহাজভাঙা শিল্পে কর্মরত শ্রমিকদের সামগ্রিক কর্মপরিবেশের উন্নয়ন, পেশা ও স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিতকরণ ও শ্রমিক হিসেবে প্রাপ্য আইনগত অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।