বাবুর নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি

শফিউল বারী বাবু।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শফিউল বারী বাবুকে সংগঠনের সভাপতি ও আবদুল কাদের ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার বিএনপি কার্যালয় থেকে পাঠানো সংবাদ সম্মেলনে এসব তথ্য দেওয়া হয়।
নতুন কমিটিতে মোস্তাফিজুর রহমান সিনিয়র সহ-সভাপতি, গোলাম সরোয়ার সহ-সভাপতি, সাইফুল ইসলাম ফিরোজ ও সাদরাজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইয়াসিন আলীর নাম সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
সংগঠনের বর্তমান সভাপতি শফিউল বারী বাবু আগে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন শফিউল বারী বাবু।