চবিতে ছাত্রলীগের নেতাকে কুপিয়ে জখম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি তাইফুল হক তপু। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সহসভাপতি তাইফুল হক তপুকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের কর্মীরা। শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রব হলের সামনে ঝুপড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তপু কয়েকজন বন্ধুকে নিয়ে গল্প করছিলেন। হঠাৎ আট -নয়জন মুখোশধারী তপুকে উপর্যুপুরি কুপিয়ে আহত করে চলে যায়। গুরুতর অবস্থায় তপুকে প্রথমে বিশ্ববিদ্যালয় হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের বর্ধিত অংশের ৭৫ কোটি টাকার দরপত্রকে কেন্দ্র করে প্রতিপক্ষের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে ছাত্রলীগের একটি অংশ।
দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে।