চট্টগ্রামে খোলাবাজারের চালের অনিয়ম তদন্তে কমিটি

চট্টগ্রামে স্বল্প আয়ের মানুষের জন্য খোলাবাজারে (ওএমএস) সরকারের চাল বিক্রি কার্যক্রম নিয়ে অনিয়মের অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
আজ রোববার খাদ্য বিভাগের জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহানকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্য হলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল কাসেম।
কানিজ জাহান জানান, চাল বিতরণে অনিয়ম ও নানা দুর্নীতির বিষয়ে তদন্ত করে আগামী তিন কর্ম দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে খাদ্য বিভাগে চাল বিতরণে নানা অনিয়মের অভিযোগে খাদ্য অধিদপ্তরের তিন পরিদর্শক মোহাম্মদ শাহাব উদ্দিন, মো. শাহ নেওয়াজ ও শুভজিৎ দেকে কারণ দর্শনোর নোটিশ দেয় খাদ্য বিভাগ।
চট্টগ্রামের ৪৪ জন ডিলার প্রতিদিন দুই টন করে চাল ও দুই টন করে আটা নায্য মূল্যে বিক্রি করার কথা থাকলেও এসব চাল কালো বাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এই চাল প্রতি কেজি ১৫ টাকা ও আটা ১৭ টাকা করে বিক্রির কথা। তবে দীর্ঘ সময় দাঁড়িয়েও চাল বা আটা পান না বলে অভিযোগ করেছেন স্বল্প আয়ের মানুষরা।