রং সাইডে বাস, প্রাণ গেল কনস্টেবলের

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. নুরুজ্জামান (২৫) নামের পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় মঈন খান (২৬) নামে আরেক কনস্টেবল আহত হয়েছেন।
আজ রোববার বিকেলে দামুড়হুদা উপজেলার পুড়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. নুরুজ্জামান ঝিনাইদহের কোর্টচাঁদপুর উপজেলার সারুটিয়া গ্রামের মো. জবেদ আলীর ছেলে। আহত মঈন খান যশোর সদর উপজেলার শ্যামনগর গ্রামের লাল্টু খানের ছেলে। তাঁরা দুজনই চুয়াডাঙ্গা পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ছুফি উল্লাহ জানান, নুরুজ্জামান ও মঈন খান বিকেল ৪টার দিকে মোটরসাইকেলে চড়ে দামুড়হুদার দিকে যাচ্ছিলেন। পথে পুড়োপাড়া এলাকায় একটি বাস রং সাইডে এসে মোটরসাইকেলকে চাপা দেয় এবং পালিয়ে যায়। পরে সেটিকে আটক করা হয়।
স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় নুরুজ্জামানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু ঝিনাইদহ পৌঁছানোর পর তিনি মারা যান।
আহত মঈন খান চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।